Cancer Prevention through Communication

 Communications and Cancer: Changing the Conversation

 

Social Media Campaign

 

Webinar

Webinar: Cancer treatment in the pandemic. 

ক্যান্সারকে জানার প্রয়োজনীয়তা কতটুকু?

 

স্তন ক্যানসার - সচেতনতাই যেখানে মূলমন্ত্র  Rehealth Television 

আলাপন Live এর বিশেষ সাক্ষাৎকার

  

Endorsement

Regular Campaign 

 

এরপরও কি আমরা একটু ক্যান্সার সচেতন হবো না?

      

Media Advocacy 

 

Talk Show

 অসংক্রামক ব্যাধি ক্যান্সারসেবা  ব্যবস্থাপনা ? | সুরক্ষায় প্রতিদিন | চ্যানেল ২৪

 

ক্যান্সার সচেতনতায় চাই সমন্বিত উদ্যোগ বিবিসি' আলোচনায় Cancerbd.net

ক্যান্সার চিকিৎসায় ভোগান্তি | বদ্যি বাড়ি | সময় টেলিভিশন

 

 

Op-Ed

স্তন ক্যানসার সচেতনতা দিবস আজ: কিছু বিষয়ে লজ্জা করতে হয় না

OP-ED: Talking cancer in the time of Covid

 

Journalists Sensitization Workshop

 

Door to Door 

Food Assistance 

 

During pandemic at National Institute of Cancer Research & Hospital - NICRH

 

 

করোনাদুর্গত সহযোগিতা কেন্দ্র এর সহযোগিতায় গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার শেরপুর গ্রামে শতাধিক মানুষের পাশে আমরাও এই আয়োজনের সহযোগি হয়ে।

 

 

Free Medical Check-up

 [Upcoming...] 

 

Awareness Campaign

  [Upcoming...] 

 

Cancer Education   [Upcoming...] 

Knowledge Camp

Pocket Book

Comic Book

Cancer Fair

 

Seminar- Symposium 

Cancerbd.net is delighted to be part of this Global Ovarian Cancer Charter Summit 

 

প্রস্তাবিত উদ্যোগ... [২০২২ সালের শেষার্ধে শুরু করার পরিকল্পনা রয়েছে] 

'সম্ভব' 

ক্যান্সারিবিডি ডট নেট এর উদ্দেশ্য বাংলা ভাষাভাষি সকল মানুষকে ক্যান্সারের সব ধরণের তথ্য প্রদান করা। আর এই তথ্যগুলো মানুষের মুখে মুখে তো বটেই ক্যান্সারবিডি তা পৌছে দিতে চায় গণমাধ্যম ও সামাজিক যোগােযাগ মাধ্যমের সহায়তায়। আমরা বিশ্বাস করি সবাই মিলে পরিকল্পিত ও সমন্বিতভাবে কাজ করতে পারলে সেদিন বেশি দূরে নয় যেদিন দেশের সব মানুষ ক্যান্সার সম্পর্কে জানবে, লক্ষণ দেখা দিলেই ধরে ফেলতে পারবেন ক্যান্সার শুরুতেই। আর এভাবেই আমরা তথ্যের অবাধ বিস্তারে রুখে দিতে চাই ক্যান্সারকে। 

 

'সম্ভব' - ক্যান্সারবিডি ডট নেট এর একটি সামাজিক উদ্যোগ। 

ক্যান্সার আক্রান্ত ব্যাক্তি, কিংবা তার পরিজন কিংবা সাধারণ মানুষ দ্বারা উৎপাদিত যেকোনো পণ্য ডিজিটাল মাধ্যমে বিপণণের মধ্য দিয়ে অর্জিত আয়ের পুরোটাই আমরা খরচ করতে চাই ক্যান্সার সচেতনতায়। তাই আমাদের এই উদ্যোগে আমরা আহবান জানাই আপনাকেও। 

 

যুক্ত হবার নিয়ম: 

১. আপনার উৎপাদিত পণ্য ডোনেট করতে পারেন, কিংবা নামমাত্র মূল্যে বিক্রি করতে পারেন ক্যান্সারবিডির কাছে। সেই পণ্য থেকে অর্জিত অর্থ আমরা ক্যান্সার সচেতনতার প্রচারণার ব্যায়ে যোগ করবো।